সাতক্ষীরা প্রেসক্লাবের সাত সাংবাদিকের জামিন লাভ

1
—————————
সাতক্ষীরার দৈনিক সাতনদী সম্পাদকের দায়ের করা মামলায় জামিন লাভ করেছেন প্রেসক্লাব সভাপতি সাধরণ সম্পাদকসহ সাতক্ষীরার  সাত সাংবাদিক।
সোমবার দুপুরে তারা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান  তা মঞ্জুর করেন।
জামিন প্রাপ্ত সাংবাদিকরা হলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক আবদুল বারী, সাবেক সাধারন সম্পাদক এম.কামরুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান, সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাবেক যুগ্ম-সাধরণ সম্পাদক ইয়ারব হোসেন, ও দৈনিক পত্রদূতের ফটো সাংবাদিক আবদুর রহিম।
২০১১ সালের ২৭ অক্টোবর সাতক্ষীরার সাংবাদিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে এক অপ্রীতিকর ঘটনায় একটি ফৌজদারি মামলার সৃষ্টি হয়। মামলাটি দায়ের করেন বর্তমানে দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান হাবিব। এ মামলায় বিবাদি করা হয় উক্ত সাত সাংবাদিককে।
বিবাদি পক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলম। তাকে সহায়তা করেন  সাবেক পিপি এড. সৈয়দ ইফতেখার আলি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি  এড. আবদুল মজিদ, অতিরিক্ত পিপি এড. ফাহিমুল হক কিসলু ,সাবেক এপিপি এড. এবিএম সেলিম, এড. আবদুস সামাদ, এড. খায়রুল বদিউজ্জামান, এড. বাসারতউল্লাহ আওরঙ্গী বাবলা, এড.মনিরউদ্দিন, এড. আবদুল্লাহ হাবিবসহ এক ডজনেরও বেশি জ্যেষ্ঠ আইনজীবী।
এ সময় আদালতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সাবেক সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, প্রেসক্লাবের সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, চ্যানেল ৯ টিভির কৃষ্ণ মোহন ব্যানার্জী,  সদস্য ও দৈনিক খুলনাঞ্চল ও পরিবর্তন ডম কমের সাতক্ষীরা প্রতিনিধি মো. ইব্রাহীম খলিল, সাংবাদিক সিরাজুল ইসলাম, আবদুল আলিম  প্রমূখ।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।