জিয়ারুল ইসলামঃ- কুষ্টিয়ায় বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ঔষধের দোকানী ও বীজের দোকানে মুল্য তালিকা টানানো না থাকার অভিযোগে আরও এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় দুটি ঔষধের দোকানে অভিযান চালায়। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে পোড়াদহের রহমান ফার্মেসীর মালিককে ৫হাজার টাকা ও হক ফার্মেসীর মালিককে ৫হাজার টাকা এবং সদর উপজেলার মৌসুমী ট্রেডার্স নামে একটি বীজের দোকানে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় তিনি জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে তাকে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ (৫১) ধারা মোতাবেক পোড়াদহের রহমান ফার্মেসীর মালিককে ৫হাজার টাকা ও হক ফার্মেসীর মালিককে ৫হাজার টাকা এবং সদর উপজেলার মৌসুমী ট্রেডার্স নামে একটি বীজের দোকানে মুল্য তালিকা টানানো না থাকার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। এসময় সিভিল সার্জন প্রতিনিধি, র্যাব সদস্য ও ক্যাবের সদস্যসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।