ছেলেসহ স্পেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গ্রেফতার
ফাইল ছবি
দুর্নীতির অভিযোগে স্পেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সংবাদপত্রের বরাত দিয়ে মঙ্গলবার এখবর জানিয়েছে বিবিসি।
তহবিল আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। এরই মধ্যে ফেডারেশনের প্রেসিডেন্ট অ্যান্জেল মারিয়া ভিল্লার ও তার ছেলে গোর্কাকে গ্রেফতার করলো পুলিশ।
পুলিশ জানায়,দুর্নীতি তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।
৬৭ বছর বয়সী ভিল্লার ১৯৮৮ সাল থেকে ফেডারেশনের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি স্পেনের জাতীয় ফুটবল দলে খেলেছেন।