রাণীশংকৈলে মৎস্য কর্মকর্তার সংবাদ সম্মেলন
রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা কর্মকর্তা মোঃ আব্দুল জলিল জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন। মঙ্গলবার সকালে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় রাণীশংকৈল প্রেস ক্লাব সভাপতি মোঃ মোবারক আলী, সম্পাদক মোঃ রেজাউল করিম প্রধান, সাংবাদিক মোঃ সেতাউর রহমান, আনোয়ার হোসেন আকাশ, মোঃ নুরুল হক, বিজয় রায়, মোঃ বিপ্লব, আনোয়ার হোসেন জীবন, খুরশিদ আলম শাওন, একে আজাদ প্রমুখ। সপ্তাহ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ১ম দিন সংবাদ সম্মেলন, ২য় দিন ব্যানার ফেষ্টুন সহযোগে সড়ক র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, ৩য় দিন মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি, ৪র্থ দিন ফরমালিন বিরোধী অভিযান, ৫ম দিন বিভিন্ন স্কুল কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা, ৬ষ্ঠ দিন হাটবাজার/জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উন্মুক্ত সভা ও ভিডিও প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং ৭ম দিনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ মুল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের কর্মসূচী গ্রহণ করেছেন মৎস্য অধিদপ্তর। সকল কর্মসূচীতে সাংবাদিকদের সহযোগিতা করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল জলিল।
রাণীশংকৈলে হুইল চেয়ার বিতরণ
রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলীর কার্যালয়ে মঙ্গলবার প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। সমাজ সেবা মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় উপজেলার নেকমরদ ভবানন্দপুরের মোহাম্মদ আলী (৮২), সন্ধ্যারই গ্রামের খাজিমুদ্দিন (৬৩), দোশিয়ার কোয়েল (২০), কাস্তরের চানা মুরমু (৭২) ও পীরগঞ্জ উপজেলার কলিযুগ গ্রামের বেগুনী বেওয়া (৫৫)’র মাঝে ৫টি হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।