ডিবি কার্যালয়ে ফরহাদ মজহার

ডিবি কার্যালয়ে ফরহাদ মজহার
কবি, কলামিস্ট ও বুদ্ধিজীবী ফরহাদ মজহারকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দুপুরের দিকে অপহরণ ঘটনায় ফের তার জিজ্ঞাসাবাদ শুরু হয়। এর আগে সকালে তিনি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান।

ডিবি পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন গণমাধ্যমকে জানান, অপহরণ ঘটনায় দেয়া তার জবানবন্দির বক্তব্য সঠিক কি না- তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ চলছে।

এসময় তিনি আরও জানান, তথ্য দিয়ে পুলিশকে কেউ বিভ্রান্ত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ১৩ জুলাই এক প্রেস ব্রিফিংয়ে তথ্য উপাত্তের ভিত্তিতে ফরহাদ মজহার নিখোঁজের ঘটনাকে নাটক মনে হয় বলে মন্তব্য করেন পুলিশের আইজিপি একেএম শহীদুল হক।

গত ৩ জুলাই ভোর ৫টায় রাজধানীর শ্যামলীর নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ফরহাদ মজহার। এরপর তার মোবাইলফোন থেকে বেশ কয়েক দফায় ফোন করে মুক্তিপণ দাবি করা হয়।

রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর যশোরের শিল্পশহর নওয়াপাড়া থেকে উদ্ধার হন ফরহাদ মজহার। নওয়াপাড়া বেঙ্গল টেক্সটাইল মিলের সামনে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে তাকে উদ্ধার করে র‌্যাব।

ফরহাদ মজহার জবানবন্দিতে বলেছেন, তিনি অপহরণের শিকার হয়েছিলেন।

Check Also

ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি

পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।