Share
ঢাকা
প্রকাশ : ১৮ জুলাই ২০১৭,
ফাইল ছবি
বাংলাদেশ থেকে এ বছর হজযাত্রা শুরু হচ্ছে আগামী ২৪ জুলাই। মঙ্গলবার সচিবালয়ে হজ নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
মন্ত্রী বলেন, ২৪ জুলাই হজ ফ্লাইটের যাত্রা শুরু হবে। এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং সৌদি এরাবিয়ান এয়ারলাইনস হজযাত্রী পরিবহন করবে।
উভয় দেশের বিমান সমান সংখ্যক বাংলাদেশি হজযাত্রী বহন করবে বলে জানান তিনি।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জনসহ মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন।
বিমান পরিবহনমন্ত্রী আরও বলেন, হজযাত্রীদের নিয়ে যাওয়ার জন্য বিমানের বিশেষ ফ্লাইট চলবে ২৬ অাগস্ট পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত চলবে।
গত ৩০ জানুয়ারি মন্ত্রিসভায় অনুমোদিত হজ প্যাকেজ অনুযায়ী এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে প্যাকেজ- ১ এ ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা এবং প্যাকেজ-২ এ ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ ১ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।