ইবি সংবাদদাতা-ইসলামী বিশ্বদ্যালয় আবাসিক হলের খাবারের মূল্য বৃদ্ধি করতে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছে হল কর্তৃপক্ষ। আবাসিক সাদ্দাম হোসেন হলের শিক্ষার্থীদের সাথে টিভি রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হল প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল বারী, সহকারী অধ্যাপক মোঃ আনিছুর রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ নাছির উদ্দীনসহ হলের কর্মকর্তা-কর্মচারী ও আবাসিক শিক্ষার্থীরা।
মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন হলের আবাসিক শিক্ষার্থী শাহানুর আলম শামীম, শিবলুর রহমান, মনজুর হাসান প্রমুখ। এসময় তারা নি¤œ মানের খাবার সরবরাহের মাধ্যমে ডাইনিংয়ের খাবারের মূল্য বৃদ্ধি না করতে মতামত ব্যক্ত করেন।
হল প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম বলেন,“বর্তমান দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির ফলে সকল আবাসিক হলের ডাইনিং ম্যানেজার একযোগে প্রভোস্ট কাউন্সিলের সভাপতির মাধ্যমে পদত্যাগ পত্র দিয়েছে। তারা বর্তমান মূল্যে খাবার সরবরাহ করতে অক্ষম বলে অভিযোগ করেছে। তাদের দাবির প্রেক্ষিতে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি শিক্ষার্থীদের মতামত গ্রহনের নির্দেশনা দিয়েছে। সেজন্য শিক্ষার্থীদের মতামত গ্রহন করা হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে হলে খাবারের মান সকালে ১০টাকা দুপুর ও রাতে ২০টাকা নির্ধারিত আছে। তবে সকালে ডিমসহ ২০টাকা ও দুপুরের ভাজিসহ ২৫টাকা নিচ্ছে বলে জানিয়েছে ডাইনিংকর্তৃপক্ষ।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …