আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই আন্তর্জাতিকভাবে বাংলাদেশ পুরস্কৃত হয় আর বিএনপি ক্ষমতায় এলে তিরস্কৃত হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
এসময় মৎস্যখাতে অবদান রাখায় ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, যারা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল তারা সমুদ্রসীমা নিয়ে কোনো কথা বলেনি। ২০০৯ সালে আমরা ক্ষমতায় এসে সমুদ্রসীমা নিয়ে কাজ শুরু করি। বিশাল সমুদ্র সম্পদ দেশের অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখবে চিন্তা করে আমরা জুরালোভাবে কাজ শুরু করি। দুই দেশের সঙ্গে সম্পর্ক রেখেই আইনি লড়ায়ে বিজয়ী হয়ে আমাদের অধিকার ফিরে পেয়েছি।
তিনি বলেন, ৯৬ সালে আমরা ক্ষমতায় আসার পর বাংলাদেশ আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছে। আর এর আগে বিএনপি ক্ষমতায় থাকাকালীন একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ পুরস্কৃত হয় আর বিএনপি আসলে হয় তিরস্কৃত।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …