কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন যদি বিতর্কিত হয় তাহলে নির্বাচন ও সহায়ক সরকারের দাবি আগে নির্বাচন কমিশন উৎখাতের আন্দোলন করতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার রাতে বেসরকারি একটি টিভি চ্যানেলের টকশোতে আলোচনার সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ বর্তমান নির্বাচন কমিশনকে বিতর্কিত বললে এর জবাবে তথ্যমন্ত্রী এ পরামর্শ দেন।
তথ্যমন্ত্রী বলেন, তৎকালীন বিএনপি সরকার এম এ আজিজকে দিয়ে বিতর্কিত নির্বাচন কমিশন গঠন করেছিল। নির্বাচনের আগে আমরা নির্বাচন কমিশন বিদায়ের আন্দোলন করেছি। শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন করে আজিজ মার্কা নির্বাচন কমিশনকে বিদায় করেছি। আপনারা যদি মনে করেন বর্তমান নির্বাচন কমিশন বিতর্কিত তাহলে নির্বাচন ও সহায়ক সরকারের দাবির আগে আন্দোলন করে নির্বাচন কমিশনকে উৎখাত করেন।
Check Also
অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল
র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …