স্টাফ রিপোর্টার ::
সাতক্ষীরা শহরে অবস্থিত পৌর সভার নিউমার্কেটটি আপাতত ভাঙ্গা হচ্ছে না। মহামান্য হাইকোটের একটি রিট পিটিশনের প্রেক্ষিতে এ আদেশ দিয়েছে আদালত।
প্রায় তিন মাস পূর্বে সাতক্ষীরা পৌরসভার মেয়র নিউমার্কেটটি কনডেম (পরিত্যক্ত) ঘোষনা করে দোকান মালিকদের দোকান ছেড়ে দেওয়ার নোটিশ প্রদান করেন। এ ব্যাপারে নিউ মার্কেট বনিক সমিতির পক্ষে আবুল হোসেন বাদী হয়ে মহামান্য হাইকোটে ৬১২৯/১৭ নং রিট পিটিশন দাখিল করেন। আদালত পৌর মেয়রকে কনডেম ঘোষনার স্বপক্ষে কাগজপত্র দাখিলের আদেশ দেন। কিন্তু পৌর মেয়র আদেশমত তথ্য দিতে না পারায় শুনানী শেষে পৌরসভার নিউ মার্কেট ভাঙ্গার ঐ নোটিশকে গত ৫ই জুলাই স্থগিতাদেশ দিয়েছেন বলে বণিক সমিতি নিশ্চিত করেছেন।
এই দিকে নিউ মার্কেট বনিক সমিতি গতকাল সন্ধ্যায় নিউ মার্কেটের অলংকার নিকেতনে এক বিশেষ সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ দাউদ হোসেন। সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলুর পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন, সদস্য মনিরুজ্জামান, ছিদ্দিকুর রহমান, শহিদুল ইসলাম খান, আশিক তুহিন প্রমুখ। সভায় নিউ মার্কেটের পরিষ্কার পরিচ্ছন্নতা, আভ্যন্তরিন নিরাপত্তা ও আগামী দিনের করনীয়সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।