আকবর হোসেন,তালা: টানা বৃষ্টির ফলে তালা উপজেলার অনেক নিচু এলাকা তলিয়ে গেছে। কোথাও কোথাও হাটু পানি জমেছে। অনেক রাস্তার পাশে জমে থাকা পানিতে চলাচলের ভোগান্তির সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার মহিলা কলেজ রোড, হাসপাতাল রোড, প্রেসক্লাব মোড়ে সরকারী কলেজ রোড, মহল্লাপাড়া বাইপাশ সড়কসহ তালা ইউনিনের বাজারের বেশির ভাগ জায়গা এর ভিতর উপজেলা চত্তরে অবস্থিত মৎস্য অফিস, সমাজ কল্যান ও সমবায় অফিসসহ আশেপাশের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া খেশরা পাটকেলঘাটা বলফিল্ড, পশ্চিম পাড়া, কপোতাক্ষ সংলগ্ন বস্তি গুলো জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যানবাহনগুলো বহু কষ্টের মধ্যে চলাচল করছে। শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যে স্কুলে গিয়ে আবার কাকভেজা হয়ে বাড়ি ফিরছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, টানা বৃষ্টির ফলে কিছু নিচু এলাকায় পানিতে তলিয়ে গেছে । কোন গ্রাম অঞ্চলে পানি ঢোকার খবর পাওয়া যায়নি।
তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, উপজেলা চত্তরে অবস্থিত মৎস্য অফিস, সমাজ কল্যান ও সমবায় অফিসসহ আশেপাশের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।