কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুরে ক্রাইমপয়েন্টখ্যাত দেউলি মোড়ে দু দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে আটক করেছে পুলিশ। আটক ডাকাত জাহাঙ্গির হোসেনকে (৪৫) চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়,বুধবার গভীর রাতে মজিদপুর ইউনিয়নের ক্রাইমপয়েন্ট দেউলি মোড়ে গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় জাহাঙ্গির হোসেন (৪৫) নামে এক ডাকাতকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে আনার পর চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি থানায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহাজান আহম্মেদ জানান, তার নাম জাহাঙ্গির বললেও সে একেক সময় একেক নাম বলছে। ধারণা করা যাচ্ছে ডাকাতির ভাগাভাগি নিয়ে তাদের ভেতরের দ্বন্দ্বে সে গুলিবিদ্ধ হয়েছে। মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর আবু জানান, সাম্প্রতিক সময়ে এলাকার এক ডাকাত জামিনে বেরিয়ে এসে দেউলি মোড়ে আবারও ডাকাতিসহ অপরাধমূলক কর্মকান্ডের নেতৃত্ব দিচ্ছে। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …