বিএনপি-জামায়াত আগুনে পুড়িয়ে ৫’শ মানুষকে হত্যা করেছে: প্রধানমন্ত্রী

: ২০১৪-১৫ সালে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে আগুনে পুড়িয়ে ৫’শ মানুষকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার আশকোনার হাজী ক্যাম্পে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, বায়তুল মোকাররম মসজিদে কারা আগুন দিয়েছে, কুরআন পুড়িয়েছে এটা দেশের মানুষ জানে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত ২০১৪-সালে অনেক স্কুল-কলেজ আগুনে পুড়িয়ে দিয়েছে। তারা আন্দোলনের নামে বাসে, গাড়িতে, লঞ্চে আগুন দিয়েছে। এসময় আগুনে পুড়িয়ে তারা ৫০০ মানুষকে হত্যা করেছে। বিএনপি-জামায়াতের দেয়া আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছে ৩ হাজারের বেশি মানুষ। আমরা তাদেরকে চিকিৎসা খরচ দিচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা দুই বোন দেশের বাইরে থাকায় বেঁচে গেছি। আমাকেও হত্যার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় আমাদের ২২ জন নেতাকর্মী নিহত হয়েছে। এটা সবাই জানেন।

Check Also

ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি  মার্কিন (২ বিলিয়ন) ডলারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।