মোস্তফা কামালঃ শ্যামনগরের ঐতিহ্যবাহী নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুলাই কলেজ মিলায়তনে নবীন বরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা বিজ্ঞ জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ পিপি ও জি.বি সভাপতি এ্যাডঃ জহুরুল হায়দার বাবু।প্রধান অতিথি এ্যাডঃ জহুরুল হায়দার বাবু বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে সফলতা তুলে ধরে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আলোচনা সভায় তিনি আরো বলেন- ছাত্র-ছাত্রীদের সঠিক ভাবে লেখাপড়া করতে হবে, ফেইসবুক বা আড্ডায় সময় নষ্ট না করে বই পড়ায় সময় বেশী ব্যয় করতে হবে,নিয়মিত ক্লাশ করতে হবে ও দেশের সম্পদ হিসেবে নিজকে গড়ে তুলতে হবে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকরামুল কবীর (বাবলু) সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মাজেদ, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক জুলফিকার আল-মেহেদী লিটন প্রমূখ। প্রধান অতিথির পক্ষ থেকে নবাগত একাদশ শ্রেনির সকল ছাত্র-ছাত্রীদের ১টি করে গেঞ্জি ও কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের প্রভাষক হারুন-অর-রশীদ ও প্রভাষক মঞ্জুর-ই-ইলাহী অনুষ্ঠানটি পরিচালনা করেন। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সকল জিবি সদস্য,শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থী ও সুশীল সমাজ উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।
নওয়াবেঁকী বাজারের জলাবদ্ধতা সৃষ্টি
নওয়াবেঁকী(শ্যামনগর)প্রতিনিধিঃ শ্যামনগরের নওয়াবেঁকী বাজারে ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনের ভারী বর্ষনের ফলে বাজারের বর্জ্য ড্রেন দিয়ে চলে যেতে বাধা প্রাপ্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সাধারণ মানুষ সহ ক্রেতা বিক্রেতাদের ব্যাপক চলাচলের সমস্যার সৃষ্টি হয়। সকলের অভিযোগ বাজার ব্যবস্থাপনা কমিটির দিকে হলে বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য জি,এম,হাবিবুল্লাহ নিজ হাতে ড্রেন পরিস্কারের কাজ শুরু করেন। কয়েক ঘন্টা কাজ করার পর জলাবদ্ধতা অনেকাংশ নিরসন হয়। বাজারের ড্রেন প্রশস্ত ও গভীর করা, স্থায়ী ভাবে শ্রমিক নিয়োগ করা হলে বাজারের জলাবদ্ধতা নিরসন হবে বলে ভুক্তভোগিরা জানিয়েছেন।