সাতক্ষীরা প্রতিনিধি। কুমিরা ইউনিয়নের রাঢ়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তালা উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। সম্প্রতি তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন বিভিন্ন বিষয় বিবেচনা করে এই ঘোষনা দেন।
তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. অহিদুল ইসলাম জানান জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ প্রতিযোগিতায় বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হবার গৌরব অর্জন করেছে।
রাঢ়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী চৌধুরী জানান বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি, ঝরে না পড়া, মা সমাবেশ, ইউনিফরম পরিধান, পরিক্ষার ফলাফল, খেলাধুলা, সংস্কৃতি চর্চা, শিক্ষার্থীদের শৃংখলা, শিক্ষকদের শিক্ষাদান পদ্ধতিসহ নানা বিষয়ের আলোকে উপজেলা প্রশাসন এই ঘোষনা দিয়েছে। এর আগে বিদ্যালয়টি বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭ উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গেীরব অর্জন করে।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …