নাজমুল আলম মুন্না, মানবাধিকার সংরক্ষণ ও পরিবেশ উন্নয়ন সংস্থা (হেড) এর আয়োজনে এবং এ্যাকশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় ২১-২৩ জুলাই তিনদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সাতক্ষীরা ক্যাথলিক মিশন হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিসুর রহমান এবং প্রশিক্ষক অপরেশ পাল। ২৩ জুলাই সকাল সাড়ে এগারোটায় সমাপনী দিনে এই প্রশিক্ষণের উদ্দেশ্য ও কার্যক্রম সম্মর্কে শুভেচ্ছা বক্তব্য রাখেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বরসা’র সহকারী পরিচালক মোঃ নাজমুল আলম মুন্না, হেড সংস্থার মনিটরিং অফিসার মোঃ আজিজুর রহমান (বাদশা)।
সাতক্ষীরায় যুবতী, যুবক মুন্ডা, ভগবানী, মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের শতাধিক ব্যক্তির মধ্যে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণে সদরের লাবসা, বল্লী ও তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ৩০ জন করে মোট ৯০ জন চেঞ্জ মেকার অংশগ্রহণ করে। যাদের মধ্যে ৪৮ জন যুবতী ও ৪২ জন যুবক মুন্ডা, ভগবানী, মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের।