কলারোয়ায় এইচএসসি পরীক্ষায় শীর্ষে বেগম খালেদা জিয়া ডিগ্রী কলেজ/কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে ফলজ বৃক্ষের চারা রোপণ/কলারোয়ায় কলেজ শিক্ষকদের ৮দফা দাবী আদায়ের লক্ষ্যে সমাবেশ

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় এবছর এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার ধানদিয়া চৌরাস্তা বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজ উপজেলায় শীর্ষে অবস্থান করেছে। ২৯১ শিক্ষার্থীর মধ্যে ২২৭জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩জন। পাশের হার ৭৫.৮৬ ভাগ। এই কলেজটি শুধু এবার নয় তিন তিন বার উপজেলা পর্যায়ে র্শীষ অবস্থান করে চলেছে। এদিকে এই কলেজের ফলাফল ভাল হওয়ায় কলেজটির অধ্যক্ষ আবু বকর ছিদ্দিক কে অভিনন্দন জানিয়েছেন কলেজের সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অন্যদিকে, সোনাবাড়িয়া ডিগ্রি কলেজ ৯৬ শিক্ষার্থীর মধ্যে ৬৪ পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাশের হার ৬২.৭৪ ভাগ, উপজেলার ছলিমপুর হাজী নাছিরউদ্দীন ডিগ্রি কলেজ থেকে ১৩৫ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭৫ জন। ২ জন জিপিএ-৫ পেয়েছে । পাশের হার ৫৫.৩৪ ভাগ। বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের ৫৩ শিক্ষার্থীর মধ্যে ৩০জন পাশ করেছে। পাশের হার শতকরা ৫৫.৭৩ ভাগ। উপজেলার কাজীরহাট ডিগ্রি কলেজ থেকে ১২০ জনের মধ্যে পাশ করেছে ৭০। পাশের হার শতকরা ৫৮.৩৩ ভাগ। এছাড়া বামনখালী ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজ ১১শিক্ষার্থীর মধ্যে ২জন পাশ করেছে। শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ ২৬৯ শিক্ষার্থীর মধ্যে ১৫৯জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাশের হার শতকারা-৫৯.১০ভাগ। বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ থেকে ৩৩ শিক্ষার্থীর মধ্যে ১১জন পাশ করেছে। কলারোয়া সরকারি কলেজে ৫৪৮ শিক্ষার্থীর মধ্যে ৩১৬জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। পাশের হার ৫৭.৬৬ ভাগ,চন্দনপুর ইউনাইটেড কলেজে ৮৩ শিক্ষার্থীর মধ্যে ৫৪ পাশ করেছে। হাবিবুল ইসলাম হাবিব কলেজ ৪৫ শিক্ষার্থীর মধ্যে ৩৮ পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩ জন।56

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে ফলজ বৃক্ষের চারা রোপণ
কলারোয়া (সাতক্ষীরা )প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে সারা দেশের ন্যায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকবৃন্দ বিদ্যালয়ে প্রাঙ্গনে ফলজ বৃক্ষের চারা রোপণ করেন। রবিবার দুপুর ১২টায় ওই শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষের চারা রোপন করা হয়েছে। এসময় ফলজ বৃক্ষের চারা রোপনের উদ্বোধন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নামজুল হাসান ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান। একই সাথে বৃক্ষের চারা রোপনে অংশ গ্রহন করেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিদা খাতুন, ফেরদৌসী পারভীন, সুলতানা কামরুন্নেছো, লাছমিনা খাতুন, শিরিন সুলতানা, সৈয়দা রিক্তা খানম, আনোয়ারা, রবিউল ইসলাম, নাসরিন সুলতানা, তহমিনা সুলতানা, রাবেয়া বছরী, দপ্তারী মনিরুজ্জামান প্রমুখ। বৃক্ষের চারার মধ্যে রয়েছে- জলপাই, কৃষ্ণচূড়া, ছবেদা, গোলাপ, কামরাঙ্গা, গন্ধরাজ, জামরুল, মাল্টা লেবু, তেজপাতা, বেলী ফুল, কামিনী ফুল, গোলাপ ফুল, বাগান বিলাস, পেয়ারা, রঙ্গন প্রভৃতি। উল্লেখ্য-কলারোয়া উপজেলার ১২৭টি প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে এ বৃক্ষের চারা রোপন করা হয়েছে বলে জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবার হোসেন। তিনি আরো জানান, কিছু কিছু প্রতিষ্ঠানে বৃক্ষের চারা রোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। তিনি আরো বলেন সারাদেশে সাড়ে ৪লাখ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এই বৃক্ষের চারা রোপনে অংশ গ্রহন করেছেন।

কলারোয়ায় কলেজ শিক্ষকদের ৮দফা দাবী আদায়ের লক্ষ্যে সমাবেশ
কলারোয়া (সাতক্ষীরা )প্রতিনিধিঃ রবিবার সকাল ১০টার সময় কলারোয়া উপজেলায় বাংলাদেশ বে-সরকারী কলেজ শিক্ষক সমিতি কলারোয়া শাখার উদ্যেগে উপজেলা শিক্ষক সমিতির ভবনে শিক্ষকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । কাজিরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেগম খালেদা জিয়া কলেজের অধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের ফারুক হোসেন, সোনা বাড়িয়া সোনার বাংলা কলেজের অধ্যক্ষ মনজুয়ারা খাতুন, অধ্যাপক ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক ,আজমল হোসেন, আব্দুস সালাম, ইসমাইল হোসেন, ফারহানা জেসমিন প্রমুখ। সমাবেশে অনুষ্ঠানের সভাপতি এসএম সহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমাদের ৮দফা দাবী আদায়ের লক্ষ্যে বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করন, ৫% বার্ষিক প্রবৃদ্বি, বৈশাখী ভাতা প্রদান, নন এমপিও ভুক্তি প্রতিষ্ঠান কে এমপিও ভুক্তি করন, পূর্নাঙ্গ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ীভাড়া প্রদান, পদোন্নতি প্রদান, মুল বেতনের ১০% কর্তনের সিন্ধান্ত বাতিল এবং ৩০ শে জুলাই ডিসি অফিসে স্মারক লিপি প্রদান করতে হবে। সকলকে একমত হয়ে দাবী সমহ সরকারের কাছে তুলে ধরতে হবে।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।