ইসির সংলাপে যেসব বিশিষ্টজনরা আমন্ত্রিত

ইসির সংলাপে যেসব বিশিষ্টজনরা আমন্ত্রিতআসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথমেই ‘সুশীল ব্যক্তিদের’ সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য  ৬০ বিশিষ্ট নাগরিকের তালিকা করেছে ইসি। সে অনুযায়ী চিঠিও পাঠানো হয়েছে। ৩১ জুলাই সকাল ১১টায় নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

এর আগে কখনও ইসির সঙ্গে বৈঠক করেননি কিংবা নির্বাচন সংক্রান্ত কোনো কাজে জড়িত নয় এমন অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি রয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়কও। সব মহলের মানুষের মতামত শোনার জন্যই ইসি এ পন্থা অবলম্বন করেছে বলে নির্বাচন কমিশনার কবিতা খানম জাগো নিউজকে জানিয়েছেন।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মাদ আব্দুল্লাহ রোববার সাংবাদিকদের বলেন, যারা দেশের শীর্ষ স্থানীয় সুশীল সেবক হিসেবে রয়েছেন এমন ৬০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সংখ্যাটা আরও বাড়তে পারে।

আগারগাঁরস্থ নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে রোববার বিকেলে সাংবাকিদের এ তথ্য জানান সচিব।

সচিব বলেন, যাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে তাদের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবীদ, রাষ্ট্রবিজ্ঞানী, কলামিস্ট, মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষক, সিভিল সার্ভিসে যারা প্রবীণ ছিলেন যারা দীর্ঘদিন মাঠপর্যায়ে কাজ করেছেন এমন সচিব বা রাষ্ট্রদূত এ পর্যায়ের লোকজন রয়েছে।

এদিকে ইসি সূত্র জানায়, সুশীল সমাজের ৬০ জনের মধ্যে রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান, সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।

নিরাপদ সড়ক চাই-এর সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকেও আমন্ত্রনপত্র পাঠানো হয়েছে। আছে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, এমএম আকাশ, পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সাদাত হোসেন। আছেন  সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন, ড. শাহদীন মালিক, বিচারপতি গোলাম রাব্বানী, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ নারী প্রগতি সংঘের এক্সিকিউটিভ ডিরেক্টর বেগম রোকেয়া কবির, অধ্যাপক অজয় রায়, ড. সৈয়দ আনোয়ার হোসেন, অর্থনীতিবীদ ড. আবুল বারাকাত,  ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক বেগম তালেয়া রেহমান, নিজেরা করি’র এক্সিকিউটিভ ডিরেক্টর খুশি কবির, বাংলাদেশ ইনডিজিনিয়াস পিপলস ফোরামের সম্পাদক সঞ্জীব দ্রং, সাকেব সচিব ও রাষ্ট্রদূত মো. জমির, অধ্যাপক মুনতাসীর মামুন, রাষ্ট্রদূত মো. গোলাম হোসেন, সোবহান শিকদার, আইইডির নির্বাহী পরিচালক নোমান আহমদ খান, ড. কাজী খলিকুজ্জামান আহমদ, সাবেক সচিব আব্দুল লতিফ মণ্ডল, অধ্যাপক সলিমুল্লাহ খান প্রমুখ।

এ বিষয়ে রোববার রাতে নির্বাচন কমিশনার কবিতা খানম জাগো নিউজকে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব পেশা শ্রেণির ব্যক্তিত্বদের মতামত নিতে চায় ইসি। এ জন্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের মত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।