শ্রীপুরে আবাসিক হোটেল থেকে ১১ নারী পুরুষ আটক

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে শ্রীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পতিতা-খদ্দের ও হোটেলের ম্যানেজারসহ ১১জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।7

শ্রীপুর মডেল থানার এসআই সৈয়দ আজিজুল হক জানান,গাজীপুরে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার স্বাগতম গেস্ট হাউজ নামের একটি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসাসহ অসামাজিক কার্যকলাপ চলছে। এমন গোপন সংবাদ পেয়ে রবিবার রাতে শ্রীপুর মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ওই হোটেল হতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩ পতিতা এবং ৮জন খদ্দের ও হোটেলের ব্যবস্থাপকসহ মোট ১১জন নারী-পুরুষকে পুলিশ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে জন বিরক্তিকর কাজের অপরাধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলো- হোটেল ব্যবস্থাপক নারায়নগঞ্জ জেলার আড়াই হাজার থানার লোকমান হোসেনের ছেলে বাদল হোসেন ওরফে দুলাল (৪৫), পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাচ্চিপাড়া গ্রামের কেরামত আলীর ছেলে শফিকুল (৪৮) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী গ্রামের আব্দুল কাদিরের ছেলে ফেরদৌস (২২), ময়মনসিংহ জেলার পাগলা থানার বাইড়হাটি গ্রামের আজিজুর রহমানের ছেলে কামাল উদ্দিন (২৭), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী গ্রামের মরণ আলীর ছেলে খাইরুল ইসলাম (২৫), ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাওয়া মকন্দপুর গ্রামের সাইফুল ইসলাম (২৬), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আব্দুর রশিদের ছেলে আব্দুল হান্নান (২৫), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রহিজখালী গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে রুবেল মিয়া (২৪), কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার পশ্চিমনয়াহাটি গ্রামের ওমর আলীর মেয়ে সাফিয়া (১৮), ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর উপজেলার মৌলভীপাড়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে মুন্নী (২৫), একই গ্রামের হাসি আক্তার (১৮)।8
###

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।