সাতক্ষীরায় বিরল রোগে আক্রান্ত ১০ মাস বয়সের শিশু শেখ ইব্রাহীম

ফিরোজ হোসেন : সাতক্ষীরায় বিরল রোগে আক্রান্ত ১০ মাস বয়সের শিশু শেখ ইব্রাহীম । জন্মের ৭ মাস বয়স থেকে শিশু ইব্রাহীম এ রোগে আক্রান্ত হয়েছে বলে তার পিতা শেখ জয়নাল আবেদীন এ প্রতিনিধিকে জানান। সরজমিনে সাতক্ষীরা সদর উপজেলা লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের শেখ জয়নাল আবেদীনের বাড়িতে গিয়ে দেখা যায় শিশুটির গলায় 1ও উরুর গোড়ায় বিরল রোগে আক্রান্ত হয়ে বড় আকারে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়েছে। কিন্তু এখান থেকে প্রায় ৩ মাস পূর্বে তার গলায় ছোট আকারে একটি ক্ষতের চিহ্ন দেখা দেয় সেটা ধীরে ধীরে গলার চারিদিকে বিস্তার হচ্ছে। শিশুটির পিতা অসহায় ফল বিক্রেতা শেখ জয়নাল ও মাতা শেখ হাসিনা বেগম জানান ৭ মাস বয়সে রোগ দেখা দিলে সাতক্ষীরা সদর হাসপাতাুেল ডাক্তার নারায়ন প্রশাদ সান্যালকে দেখালে কোন উন্নতি না হওয়ায় তার পরামর্শে ঢাকার সমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজে ডাঃ কবির চৌধুরীর তত্বাবধানে ২০ দিন চিকিৎসা নেওয়ার পরেও কোন উন্নতি না হওয়ায় ডাক্তার কবির চৌধুরীর পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারতের ভেলোরে ক্রিস্টিয়ান মেডিকেল কলেজে ডা.অনু করুলার নিকট যাওয়ার পরামর্শ দেন । কিন্তু সামান্য ফল বিক্রেতা বাবার সামনে কোন উপায় না থাকায় তার সর্বস্ব বিক্রি করে ভেলোরে নিয়ে যায় চিকিৎসার জন্য । সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু ইব্রাহীমের উরুর গোড়ায় একই ক্ষত চিহ্ন দেখা দিলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে ডা. অনু কোরুলা বলেন তার বোন মেরু পরিবর্তন ছাড়া তাকে সুস্থ্য করা সম্ভব নয়। কিন্তু এটি একটি ব্যয় বহুল চিকিৎসা যার জন্য প্রয়োজন বাংলাদেশ টাকায় প্রাই ৪৫ লক্ষ টাকা। যা একজন হতদরিদ্র নিঃস্ব ফল বিক্রেতার পক্ষে বহন করা আদেও সম্ভব না। তিনি কিভাবে শিশু সন্তানের চিকিৎস্া করাবেন ভেবে না পেয়ে সরকারের উচ্চ মহলসহ দেশের বিত্তবানদের নিকট মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা মাতা মোছা: হাসিনা হিসাব নং ২১৬৮২ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ সাতক্ষীরা শাখা। বিকাশ নং ০১৭১৬৫৭০১৭৭

Check Also

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে সহসভাপতি হলেন জামায়াতের এড আবু বক্কর

সাতক্ষীরা সংবাদদাতাঃ দীর্ঘ সময়ের অচলাবস্থার পর উৎসবমুখর পরিবেশে সর্বোচ্চ ভোটারদের উপস্থিতিতে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।