ডোমার (নীলফামারী) প্রতিনিধি ঃ নীলফামারী জেলার চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নের ভারতীয় সীমান্তে দীর্ঘ দিনের চোরাকারাবারী ও বাংলাদেশের গোপনীয় তথ্য ভারতে পাচারকারী রহিদুল ইসলাম ওরফে গান্দী (৪৫ ) কে তথ্য পাচারের সময় হাতে নাতে গ্রেফতার করেছে বিজিবি’র সদস্যরা। ৫৬ বিজিবি চিলাহাটি কোম্পানী কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান,কেতকীবাড়ী ইউনিয়নের নয়াহাট গ্রামের বসির উদ্দিনের ছেলে রহিদুল ইসলাম ওরফে গান্দী প্রায় ১৫ বছর থেকে সীমান্তে বিজিবির চোখে ফাঁকি দিয়ে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপুর্ণ তথ্য ও বিভিন্ন পত্রিকা ভারতে পাচার করে আসছিল । তার বিনিময়ে ভারত থেকে প্রচুর পরিমানে বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে এসে বিভিন্ন এলাকায় সরবরাহ করত। এরই সূত্র ধরে গত ২২ জুলাই কেতকীবাড়ী ইউনিয়নের ভারতীয় সীমান্তের ৭৮৭ মেইন পিলারের সাব পিলার ৬ এর কাছে গিয়ে ভারতীয় গোয়েন্দা সদস্যের কাছে বিভিন্ন কাগপত্র দেওয়ার পূর্বে গোপন সংবাদের ভিত্তিতে কেতকীবাড়ী বিওপির হাবিলদার শ্রী প্রদ্যৎ কুমার সরকার তার ফোর্সসহ সন্ধ্যা ৬.৪০ মিনিটে তাকে গ্রেফতার করে। রাত ১১টার দিকে বিজিবির পক্ষ থেকে উক্ত পাচারকারীকে ডোমার থানায় সোপর্দ করা হয়। উল্লেখ্য এই তথ্য পাচারকারী ২০০৪ সালে একই ঘটনায় গ্রেফতার হয়েছিল সেই মামালায় জামিন পেয়ে সে পুনরায় তার ব্যবসা চালিয়ে আসছিল বলে জানা যায়।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …