বেনাপোলে ২০০০ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোলের গাজিপুর গ্রাম থেকে মঙ্গলবার রাতে ২০০০ পিচ ইয়াবা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর র‌্যাব-৬
আটককৃতরা হলো বেনাপোলের গাজীপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে সোহান হোসেন (২৩), নামাজগ্রামের সাজ্জাদ আলী ছেলে আব্দুস সবুর (৩৫) ও ঝিকরগাছার শিকচানপুর এলাকার মৃত হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম (৫০)।
র‌্যাব-৬, যশোর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোলের গাজীপুর গ্রামের আটক সোহান হোসেন (২৩) এর বাড়িতে কতিপয় ব্যক্তি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করিতেছে। সংগীয় ফোর্স নিয়ে ওখানে অভিযান চালানো হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে ৩ জন কে আটক করে র‌্যাব সদস্যরা। পরে তাদের শরীর তল্লাশী করে ২০০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। #

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।