বেনাপোল প্রতিনিধি।
ভারতে পাচারের সময় বুধবার সকালে বেনাপোলে ৪০০ গ্রাম ওজনের ৪ টি সোনার বার সহ নারায়ণগঞ্জ জেলার চরশাহারা এলাকার আব্দুল গফুর তালুকদারের ছেলে হারুন অল কবির (৪৫) ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মুল্লিকাচর গ্রামের মৃত সফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৩০) নামে দুই বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা। তাদের পাসপোর্ট নাম্বার BP 0337035, BF 0804297।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা তাদেরকে আটক করে।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালিব জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হারুন-অল-কবির ও আরিফুল ইসলাম নামে দুইজন পাসপোর্ট যাত্রী পৃথক দুটি সোনার চালান নিয়ে ভারতে যাবে। এই তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি দল আগে থেকে চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে অবস্থান করে। এরপর ওই যাত্রীদ্বয় বেনাপোল কাস্টমস- চেকপোস্ট পার হয়ে ভারতে যাওয়ার জন্য পাসপোর্টের কার্যাদী শেষ করে পুলিশ চেকপোস্ট পার হয়ে ভারতে প্রবেশের সময় তাদেরকে আটক করা হয় । পরে তাদের শরীর তল্লাশি করে দুটি করে মোট চারটি সোনার বার পাওয়া যায় এবং তাদেরকে আটক করা হয়। উদ্ধারকৃত সোনারবার বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে আর আসামি দুজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।