দেশ নেত্রী বেগম খালেদা জিয়া‘র নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠিত হবে-সাবেক সংসদ সদস্য কাজী মো: আলাউদ্দিন

কালিগঞ্জ প্রতিনিধি::কেন্দ্র ঘোষিত বি এন পির নতুন সদস্য নবায়ন  উপলক্ষে কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বি এন পি উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৩ টায় শীডষ্টোর মোড়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান।32 মৌতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি‘র নির্বাহী সদস্য ও সাবেক সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন। তিনি তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার জন্য শহীদ জিয়ার আদর্শে গড়া দল বিএনপিতে যোগ দিন। দেশ ও জাতীর ভাগ্যের উন্নয়নে বিএনপি অনেক অবদান রেখেছে। আগামী দিনে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া‘র নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠিত হবে। সাতক্ষীরা ৪ আসনের অসংখ্য রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান আমি আধুনিকায়ন করেছিলাম। দীর্ঘদিন যা সংস্কারের অভাবে বেহাল দশায় পরিনত হয়েছে। আমি আবারও অবহেলিত এক জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পেলে অভূতপূর্ব উন্নয়ন করবো। কালিগঞ্জ থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কাজী রাব্বি হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয আইনজীবি ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডঃ আরিফুল ইসলাম, মৌতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর আলি মোর্ত্তজা, মৌতলা ইউনিয়ন বি এন পির সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুর মইনউদ্দীন (ময়না ডাঃ), হারুনার রশিদ, কাজী শিমুল হোসেন, ইউপি সদস্য ও মৌতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী মশিউর রহমান পলাশ প্রমূখ। এ সময় মৌতলা ইউনিয়ন সহ কালিগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি‘র নেতৃবৃন্দ সদস্য নবায়ন ফরম কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মো: আলাউদ্দিন এর হাত থেকে গ্রহণ করেন।এম হাফিজুর রহমান শিমুল

Check Also

আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।