ক্রিকেটারদের সঙ্গে আর্থিক বিষয়ক দ্বন্দ্ব মেটাতে আদালতে যাওয়ার কথা বলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
সম্প্রতি ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব না মিটলে বালাদেশ সফর বয়কট করবেন বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা।
এ অবস্থায় আগামী সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হলে আদালতে যাওয়ার কথা বলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী সাদারল্যান্ড।
মেলবোর্নে সাংবাদিকদের সাদারল্যান্ড বলেন, আমরা এখন যে পরিস্থিতিতে আছি, সেটা গুরুত্বের সঙ্গে দেখা উচিত, ক্রিকেট এখন মাঠে গড়ানো উচিত। খেলোয়াড়দের কাজে ফেরানো উচিত, চুক্তিতে নিয়ে আসা উচিত, শুধু সামনের সফরগুলো নয়, এই মৌসুমে যে রোমাঞ্চকর ক্রিকেট অপেক্ষা করছে, তার দিকে তাকানো উচিত।
তিনি আরও বলেন, আমরা মনে করি, এসিএ যে প্রস্তাব দিয়েছে, সেটি কেবল বাংলাদেশ সফরকেই ক্ষতিগ্রস্ত করবে না, ক্ষতিগ্রস্ত করবে ভারতের ওয়ানডে সিরিজের সফর, এমনকি অ্যাশেজ সিরিজকেও।
তবে দুই পক্ষ দ্রুতই সমাধানে পৌঁছাতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি