বেনাপোলে ভারতীয় মোটর পার্টস ও সিরিঞ্জ উদ্ধার 

বেনাপোল প্রতিনিধি।
বেনাপোল পোর্ট থানার বড় আচঁড়া গ্রামের ঈদগার মোড় এলাকা থেকে বৃহস্পতিবার সকালে ভারতীয় মটর পার্টস ও সিরিঞ্জ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
 এ সময় কোন চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি।
 আচঁড়া গ্রামের ঈদগার মোড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় মটর পার্টস ও সিরিঞ্জ গুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে চোরাচালানীরা ভারত সীমান্ত থেকে বিপুল পরিমান ভারতীয় মটর পার্টস ও সিরিঞ্জ নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালালে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের মটর পার্টস ও সিরিঞ্জ উদ্ধার করা হয়।
বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব ভারতীয় মটর পার্টস ও সিরিঞ্জ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।