আনন্দবাজার সেরা বাঙালি’ মাশরাফি

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করে থাকে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা।
mash_53475_1501212719
এবার ‘আনন্দবাজার সেরা বাঙালি-২০১৭’-এর সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শনিবার এক জমকালো অনুষ্ঠানে ওয়ানডে অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

আজ বিকালে কলকাতা যাচ্ছেন মাশরাফি। পুরো পরিবার নিয়েই যাচ্ছেন তিনি। ঢাকায় তার ফেরার কথা ৩ আগস্ট।

এর আগে ২০০৭ সালে বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর হাতে উঠেছিল এই খেতাব।

২০১২ সালে খেতাবটি জিতেছিলেন আরেক বাংলাদেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। সেবার ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও পুরস্কার পান। অন্যদের মধ্যে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসও পুরস্কারটি হাতে তুলেছিলেন।

পাঁচ বছর পর আবারও কোনো বাংলাদেশি ক্রিকেটার এই খেতাব হাতে তোলার অপেক্ষায়।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।