ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে‘ হ্যারোল পিন্টারের রচনাবলী’র উপর পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় অনুষদ ভবনের সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারীর সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন ইংরেজী বিভাগের সভাপতি প্রফেসর ড. এ. এইচ. এম আক্তারুল ইসলাম।
সেমিনারে তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মিয়া রাশিদুজ্জামান, প্রফেসর ড.আমিনুল ইসলাম, প্রফেসর ড.রেজাউল করিম প্রমুখ।
সেমিনারে গবেষক প্রফেসর রেজাউল হক হ্যারোল পিন্টারের রচনাবলির উপর বিস্তারিত আলোচনা করেন।