উন্নয়নের মহাসড়কে শুধু পানি আর পানি: এরশাদ

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সরকার কথায় কথায় বলে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। আমরা তো দেখি এখন মহাসড়কে শুধু পানি আর পানি। পানি দিয়ে সরকার কী উন্নয়ন করছে, তা তো দেশের মানুষ হারে হারে টের পাচ্ছেন।26

তিনি বলেন, আমাদের মন্ত্রী (পানি সম্পদমন্ত্রী) বলেছেন, ‘দেশে বন্যা হয়নি।’ তো দেশে কী হয়েছে? বন্যায় পর্যাপ্ত চাল নেই। চাল কোথাও কিনতে পারছে না। সরকার চেষ্টা করছে। দাম বেশি। সরকার আগে চেষ্টা করলে এ অবস্থার সৃস্টি হতো না।

শনিবার রাজধানীর ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির যৌথ সভায় সভাপতির বক্তব্যে হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।

যৌথ সভায় জেলা ও উপজেলা সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ মাঠ পর্যায়ের শীর্ষ নেতারা অংশ নেন।

এরশাদ বলেন, দেশের সব কিছুতে জট লেগেছে, উন্নয়নে জট, চাকরিতে জট, রাস্তাঘাটে জট। এ জট খুলতে হবে। আওয়ামী লীগ- বিএনপি এ জট লাগিয়েছে। জাতীয় পার্টিই পারে এ জট খুলে দেশের মানুষকে শান্তি দিতে।

সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন-  বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি প্রমুখ।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।