ঢাকা: কেউ রাজনৈতিক মনে করলেও বিচার বিভাগের স্বার্থে বক্তব্য অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
শনিবার দুপুরে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় আইনমন্ত্রী আনিসুল হকও সভা মঞ্চে উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি বলেন, আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক ভাবলেও বিচার বিভাগের স্বার্থেই বক্তব্য অব্যাহত থাকবে। বিচার বিভাগের স্বার্থেই প্রধান বিচারপতি বক্তব্য দিয়ে থাকেন।
তিনি বলেন, বিগত তিন বছরে সুপ্রিম কোর্টের উন্নয়নে কোনো বরাদ্দ দেয়া হয়নি। সুপ্রিমকোর্টের উন্নয়ন বরাদ্দ সংকোচিত করে তা শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …