সেতুবন্ধনের উদ্যোগে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত#আওয়ামীলীগকে আর ফাঁকা মাঠে গোল দিতে দিবনা: ডোমারে ন্যাপ চেয়ারম্যান জেবেল গানি

মহিনুল ইসলাম সুজন নীলফামারী, প্রতিনিধি॥ একটি সবুজ পৃথিবীর স্বপ্নে এসো প্রকৃতি বাঁচাই- এ প্রতিবাদ্যকে সামনে রেখে সেতুবন্ধনের আয়োজনে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শ্রমকল্যাণ পাবলিক পাঠাগারে শুক্রবার(২৮শে জুলাই) জ বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো সৈয়দপুর প্রতিনিধি এমআর আলম ঝন্টু, সৈয়দপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আমিরুজ্জামান, সেতুবন্ধনের উপদেষ্টা রইজ উদ্দিন রকি, দৈনিক ইত্তেফাকের কিশোরগঞ্জ প্রতিনিধি শামীম হোসেন বাবু, শ্রমকল্যাণ পাবলিক পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি তৌফিকুল ইসলাম মিশু, সংগঠনের অর্থ অধিদপ্তরের মহাপরিচালক জামিয়ার রহমান লায়ন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই সংগঠনের প্রধান উদ্যোক্তা এমএ রিগ্যান।
আলোচনা সভা শেষে শ্রমকল্যাণ পাবলিক পাঠাগারের সদস্যদের মাঝে চারাগাছ বিতরণ করে সেতুবন্ধন।
আওয়ামীলীগকে আর ফাঁকা মাঠে গোল দিতে দিবনা:
ডোমারে ন্যাপ চেয়ারম্যান জেবেল গানি
মহিনুল ইসলাম সুজন নীলফামারী, প্রতিনিধি॥ নীলফামারীর ডোমারে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান জনাব জেবেল রহমান গানি।21 শুক্রবার দুপুরে ডোমার ডাকবাংলোয় আরোয়ার ওয়ালিদ সাবুর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, যুগ্ন সম্পাদক ওয়াহিদুর রহমান, ,ডিমলা আহবায়ক শাহ আজিজুল ইসলাম, ডোমার উপজেলা কমিটির সদস্য সচিব মোফাখারুল ইসলাম ও জগবন্ধু রায় প্রমুখ।বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি এসময় আওয়ামীলীগের উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগ ১৫৪টি আসনে ফাকা মাঠে গোল দিয়ে বিজয় নিশ্চিত করেই গত সংসদ নির্বাচনে সরকারে বসেছেন। তাই এখন বাংলাদেশের প্রতিটি ভোটার মনে করে দলীয় সরকারের অধিনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় । ৭০এর আওয়ামীলীগের এখন অন্য নামে বহিঃপ্রকাশ ঘটছে।আগামী নির্বাচনে আমরা আর ফাঁকা মাঠে গোল দিতে দিবনা তাদের। শ্রীঘ্রই ২০দলীয় জোটের সহায়ক সরকারের রুপরেখা প্রকাশ করা হবে।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।