আলমগীর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলা টুমচর ইউনিয়নের ইলির গোজা গ্রামের ফসলি জমি থেকে অবৈদভাবে বালু উত্তোলন করছে জায়গার মালিক দুধ বেপারী জহির। এ ঘটনা ঘটে ইলির গোজা লাদেনগো বাড়ির মূল সড়কের পাস থেকে কৃষি জমি থেকে এ বালু উত্তোলন করা হয়। শ্যালো মেশিনের মালিক চৌকিদার স্বপন কৃষি জমি নষ্ট করে দিন রাত বালু উত্তোলন করে যাচ্ছে। প্রশাসনের অনুমোদিত ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় জনসাধারণ।
শ্যালো মেশিনের মালিক চৌকিদার স¦পনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যে কৃষি জমি থেকে বালু তোলা হচ্ছে ঐ জমি ইউপি চেয়ারমান নুরুল আমিন রোলা থেকে নদী ভাঙ্গা দুধ বেপারী জহির জমিটি ক্রয় করেন। তার থেকে অনুমতি নিয়ে বালু তোলা হচ্ছে।
ড্রেজার মালিক চৌকিদার প্রভাশালী হওয়ায় তাঁর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও নুরুজ্জামান বলেন, অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধে বিরুদ্ধে শিগগিরেই ব্যবস্থা নেওয়া হবে।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …