ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘কনটেম্পোরারি ট্রেনডস্ ইন ফোকলোর’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ফোকলোর স্টাডিজ বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. হাবিবুর রহমান, বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের আমৃত্যু অধ্যাপক ড. বরুন কুমার চক্রবর্তী।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …