গাজীপুর: ছয় বছরের ছেলে সন্তানকে গলা কেটে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বাবা রাশেদুল (৪০)। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর থানাধীন পেয়ারা বাগান এলাকায়। রাশেদুল পরিবারসহ ওই এলাকায় থাকতেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছেলের নাম সাঈদী হাসান (৬)। জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকার স্থানীয় আবুল হোসেনের বাড়িতে ছয় বছরের ছেলে সাঈদী হাসান ও তার বাবা মা কে নিয়ে ভাড়া থাকতো রাসেদুল। পেশায় সে ভ্যানগাড়ি চালক। তার স্ত্রী গ্রামের বাড়ি রংপুরে থাকে। পারিবারিক কলহের জেরে রাসেদুল তার ছেলে সাইদী হাসান (৬) কে বটি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে রাশেদুল (৪০) ঘরের দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করে। ”
তিনি আরও জানান, “নিহতদের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার বড় হযরতপুর গ্রামে। ঘটনার সময় রাসেদুলের পিতা মাতা ঘরে ছিলেন না। পরে পাশের ঘরের লোকজন ঘরের দরজা ভেঙ্গে দু’জনের মরদেহ দেখতে পায়। খবর পয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। “
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …