ঢাকা: রাজধানীর বাড্ডায় ধর্ষণের পর হত্যার শিকার শিশু তানহার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
সোমবার বিকেল ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তানহার ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ।
ময়নাতদন্ত শেষে ডাক্তার সোহেল মাহমুদ জানান, শিশুটির শরীরে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। তার থুতনিতে ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে।
শিশুটির মৃতদেহ থেকে ‘হাইভেজেনাল সপ ও ডিএনএ প্রোফাইলিং’ সংগ্রহ করা হয়েছে। যা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রিপোর্টগুলো আসলে ও ময়নাতদন্তে তার শরীরে যে আলামত পেয়েছি সব মিলিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে বলে জানান তিনি।
এর আগে বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল কাদির তানহার মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গতকাল রাতে ঢামেক মর্গে পাঠায়।
সুরতহালে তিনি উল্লেখ করেন, তানহার যৌনাঙ্গে রক্ত ও দু’পায়ে আলগা রক্ত রয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে।