বেনাপোল প্রতিনিধি।
বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে ২ হাজার কেজি ভারতীয় চেরি ফল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
সোমবার (৩১ জুলাই) সকালে সাদিপুর গ্রামের মাঠ পাড়ায় অভিযান চালিয়ে উক্ত চেরি ফল উদ্ধার করে।এ সময় কোন চোরাচালানীকে আটক করতে পারিনি বিজিবি।
বিজিবি জানায় গোপন সংবাদে জানতে পারি সাদিপুর গ্রামের মাঠ পাড়া নামক সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানীরা বিপুল পরিমান ভারতীয় চেরি ফল এনে মজুদ করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের ল্যান্স নায়েক রহমান, ছিদ্দিক ও সৈনিক নজরুল সংগীয় ফোর্স নিয়ে সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে চোরাচালানকৃত ২ হাজার কেজি চেরি ফল উদ্ধার করা হয়। অপর দিকে বিজিবির একই টহল দল ছোট আচঁড়া গ্রামের পাকা সড়কের উপর অভিযান চালিয়ে পাঁচ বেল ৬০ শট নামে ভারতীয় বাজি উদ্ধার করে। উদ্ধারকৃত চেরি ফল ও বাজির সিজার মূল্য ৭ লাখ টাকা বলে বিজিবি জানায়।
বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব ২ হাজার কেজি চেরি ফল ও ৫ বেল ভারতীয় বাজি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে।