ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ^বিদ্যালয়ে ক্যাম্পাস ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের আয়োজনে এবং ডেকো ফুড কোম্পানী লিমিটেডের প্রযোজনায় প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। চাকুরি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে বিভাগীয় ২০ জন শিক্ষার্থীকে ভাইভার মাধ্যমে ডেকো ফুড কোম্পানীতে নিয়োগ দেওয়ার জন্য মনোনীত করা হয়।
মঙ্গলবার সকাল ১১ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে চাকুরি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে ডেকো ফুড লিমিটেডের হেড অব হিউমেন রিসোর্স শিবলী এইচ আহম্মেদ বক্তব্য দেন। এসময় তিনি চাকরি খোজার কৌশল, ইন্টারভিউ দেওয়ার কৌশল, চাকরির বাজারে দক্ষতার অপরিহার্য কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় শিক্ষক প্রফেসর ড. বাবলী সাবিনা আযহার, প্রফেসর ড. দীপক কুমার পাল, প্রফেসর ড. আব্দুর রউফ, প্রফেসর ড. আবুল কাসেম তালুকদার, ড. আসাদ উদ দ্দৌলা, ড. এ টি এম মিজানুর রহমান, ড. হাফিজুর রহমান, তৌফিক এলাহী, শেখ শাহিনুর রহমান, শফিকুল ইসলাম, শাম্মী আক্তারসহ বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা।
তবিবুর রহমান আকাশ
ইসলামী বিশ^বিদ্যালয় সংবাদদাতা