গরু রক্ষায় এবার ভারতে গো-রক্ষা মন্ত্রণালয় গঠন করা হচ্ছে।
সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের লখনৌতে এক সংবাদ সম্মেলনে এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিজেপির সভাপতি অমিত শাহ।
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে অমিত শাহ জানান, গরুর জন্য আলাদা মন্ত্রণালয়ের ভাবনা চিন্তা চলছে। এ বিষয়ে অনেক পরামর্শ, দরখাস্ত এসেছে।
এসময় অমিত শাহ’র সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যিনি বেশ কয়েকবছর আগেই গো-রক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের আলাদা মন্ত্রণালয় তৈরির দাবি জানিয়েছিলেন।
এদিকে ভারতের কেন্দ্রীয় সরকার গরুর জন্য আলাদা মন্ত্রণালয় তৈরির কথা বললেও এর কাজ কী হবে তা এখনও স্পষ্ট নয়।
ভারতের শুধুমাত্র রাজস্থানের বিজেপি শাসিত সরকারের অধীনে গো-পালন মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী এবং একটি নির্দেশনালয় রয়েছে। দুই মন্ত্রী ছাড়াও সেখানে ডিরেক্টর থেকে শুরু করে চতুর্থ শ্রেণির কর্মী – সব মিলিয়ে ২৩ জন কাজ করেন।
হরিয়ানাতে আবার গো-রক্ষার জন্য পুলিশের একটি বিশেষ বাহিনীও রয়েছে।