সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে রড বোঝাই ট্রাকের চাপায় স্বামী ও দুই শিশু সন্তানের মৃত্যুর ৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আহত গৃহবধূ জলি খাতুন (৩২)।
সোমবার রাত ১০টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ভাসুর বেল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আহত জলি খাতুন ঢাকার পঙ্গু হাসপাতালের আইসিইউতে ৯ দিন যাবত চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। সোমবার রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত ২২ জুলাই সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়ক পারাপারের সময় একটি রড বোঝাই ট্রাকের চাপায় স্বামী রওশন আলম সাদ্দাম (৩৫), দুই শিশুপুত্র জিয়াম (৭) ও তানিম (২) নিহত ও গুরুতর আহত হয় জলি খাতুন। গুরুতর আহত অবস্থায় জলিকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হলে পরেরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।