দেশে ফিরলেই সিদ্দিকুরের সরকারি চাকরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজের রুটিনসহ পরীক্ষার তারিখ nasim-20170801125618ঘোষণার দাবিতে আন্দোলনে নেমে পুলিশের টিয়ার শেলে দৃষ্টিশক্তি হারাতে বসা তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সিদ্দিকুর বর্তমানে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন। মন্ত্রী বলেছেন, সিদ্দিকুর দেশে ফিরলেই আমি তাকে চাকরি দেব। সরকারি ওষুধ কোম্পানি ‘এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড’ বা ইডিসিএলে তাকে চাকরি দেয়া হবে বলে জানিয়েছেন মোহাম্মদ নাসিম। তবে চোখ ভালো হবে কি না সেটা নিশ্চিত না। ভারতের চিকিৎসকরা চেষ্টা করছেন।

সিদ্দিকুরের চিকিৎসার বিষয়ে মন্ত্রী বলেন, শেষ চেষ্টা করা হবে যাতে অন্তত একটা চোখে সে দেখতে পারে।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘চিকুনগুনিয়া ২০১৭ : ঢাকা এক্সপেরিয়েন্স’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চারদিন গ্রামে ছিলাম। চিকুনগুনিয়ার নাম শুনিনি। ঢাকায় ফেরার পরই চিকুনগুনিয়ার নাম শুনছি। তবে একটা বিষয় ভালো হয়েছে- মানুষ অনেক সচেতন হয়েছে। জনগণ আগামী বছর সচেতন থাকবে কিভাবে এডিস মশার কারণে চিকনগুনিয়া ছড়ায়।

তিনি বলেন, মেয়ররা যথেষ্ট পরিশ্রম করছেন। আশা করি তারা আরও সচেতন হবেন। যারা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, আগস্ট মাস শোকের মাস। দয়া করে শোকের মাসে ভুয়া জন্মদিন পালন করবেন না। এই তামাশা বন্ধ করেন।

সেমিনারে তথ্য সমৃদ্ধ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব এপিডেমিলোজি, ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর) অ্যান্ড ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সেন্টারের (এনআইসি) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এবং রিউমাটোলজি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে এ সময় প্যানোলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. চৌধুরী আলী কাউসার, অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুম, অধ্যাপক এম এ জলিল চৌধুরী প্রমুখ।

Check Also

প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।