নিজস্ব প্রতিবেদক : প্রশাসনের নির্দেশ না মেনে ডিজিটাল ওয়েট মেশিনের পরিবর্তে সনাতন দাঁড়িপাল্লার মাধ্যমে মাছ বিক্রি করা হচ্ছে বিনেরপোতা মাছ বাজারে।
সরেজমিনে দেখা যায়, বিনেরপোতা মাছ বাজারের মেসার্স সঞ্জয় ফিস এন্ড কমিশন এজেন্ট’এ সনাতন দাড়িপাল্লায় মাছ কেনা-বেচা করা হচ্ছে। এব্যাপারে মেসার্স সঞ্জয় ফিস এন্ড কমিশন এজেন্ট এর প্রোপ্রাইটর সঞ্জয় বিশ্বাস বলেন, পাশ্ববর্তী চুকনগর, কলারোয়া, আঠারো মাইল, ঝাউডাঙ্গা, মহেশরকাটি বাজারে দাড়িপাল্লায় মাছ বেচা-কেনা হওয়ায় আমরা ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। যে কারণে ডিজিটাল ওয়েট মেশিন ব্যবহার না করে দাড়িপাল্লায় কেনা-বেচা করছি। উক্ত এজেন্টের আরেক জন অংশীদার আরশাদ আলী বলেন, প্রশাসনের সকলকে নিয়ে ভাবা উচিত ছিল? আমাদের ডিজিটাল মেশিন কিনে ফেলানো আছে। তিনি আরো বলেন, ওয়েট মেশিনে মাছ বিক্রয় করলে মাফ ঠিক হয় না কারণ একটু বাতাশেও ডিজিটাল ওয়েট মেশিনে ওজন দেখায়। যে কারণে আমাদের ওয়েট মেশিন থাকার সত্বেও আমরা ব্যবহার করছি না। এছাড়া বিনেরপোতা মৎস ব্যবসায়ী সমিতির সভাপতি মেম্বর রাম প্রসাদের একতা ফিস এন্ড কমিশন এজেন্ট সহ পার্শ্ববতী কয়েকটি কাটায় এ ধরনের সনাতন পাল্লায় বেচা-কেনা করতে দেখা গেছে। এব্যাপারে বাজার কমিটির সভাপতি বলেন, আমাদের বাজারে পানি-কাদা যুক্ত মাছ আসে বলে ডিজিটাল ওয়েট মেশিন ও দাড়িপাল্লায় দুটোতেই কেনা-বেচা হচ্ছে। এবিষয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর হোসেন সজল বলেন, কোন বাজারে কিভাবে মাছ ক্রয়-বিক্রয় হচ্ছে সেটা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের। অন্যের দোহাই দিয়ে আইন অমান্য করার কোনো সুযোগ নেই। তিনি আরো বলেন, আমরা যে কোনো সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো। প্রমাণ পেলে আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনা হবে। উল্লেখ্য, সদর উপজেলা ইনোভেশন টিমের উদ্যোগে ঘটা করে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার এবং বিনেরপোতা বাজারকে আদর্শ বাজারে পরিনত করার জন্য প্রাথমিক ভাবে ডিজিটাল ওয়েট মেশিন প্রদান এবং ওয়েট মেশিনের মাধ্যমে কেনা-বেচা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর হোসেন সজল।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …