সাতক্ষীরা জেলা মসজিদ মিশনের সভাপিত ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড এর চেয়ারম্যান ঝাওযাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অাব্দুল বারীকে গ্রেফতার করেছে পুলশি। বুধবার ভোর রাতে ঝাওডাঙ্গার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সাতক্ষীরা সদর থানা পুলিশ বলে দাবী কের অাটক কৃতের পরিবার। গ্রেফতারের বিষয়টি মাওলানা অাব্দুল বারীর ফেসবুক অাইডিতে পোষ্ট দিয়ে তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশের দাবী তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রেয়েছে। তবে পরিবারের দাবী সাতক্ষীরা জামায়াতের নায়েবে অামীর মাওলানা রফিকুল ইসলামের জানাযা নামাজে ইমামতি করার অভিযোগে পুলিশ তাকে অাটক করেছে। তার বিরুদ্ধে কোন মামলা ছিলনা। সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত অাব্দুল হাশেম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন তার বিরুদ্ধে একাধিক নাশকতা মুলক মামলা রয়েছে। গত রাতে নাশকতা সৃষ্টির চেষ্টাকালে শহেরর কদমতলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া সদর পুব জামায়াতের নায়েবে অামীর মোহাম্মদ অালীকেও গ্রেফতার করা হয়ে বলেওসি তদন্ত জানান।
Check Also
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …