লেডি গোয়েন্দায় অভিনয় করছেন সাতক্ষীরার অধরা ও নিলয় আহম্মেদ

মীর খায়রুল আলম:5
বেদেনী চরিত্রে অভিনয় করেছেন সাতক্ষীরার মেয়ে অধরা। সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কাটিয়া গ্রামের আবু তাহের গাজীর কন্যা সুরাইয়া নাসরীন অধরা টিভি মিডিয়াতে পদার্পণ করেছেন। তিনি শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, নাট্য পরিচালক সাতক্ষীরার সন্তান জি.এম সৈকতের মাধ্যমে এবার জনপ্রিয় ধারাবাহিক নাটক “লেডী গোয়েন্দা”তে বেদেনী চরিত্রে অভিনয় করেছেন। নাটকটি প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮:৪০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচারিত হচ্ছে। এছাড়া সাতক্ষীরার দেবহাটার গর্ব শিল্পী ঐক্যজোট দেবহাটার শাখার সদস্য সচিব নিলয় আহম্মেদ লেডি গোয়েন্দার ”নাইট ক্লাব ও ভিলেজ পলিটিক্স” নাটকে অভিনয় করছেন। এ বিষয়ে নিলয় আহম্মেদ ও অধরার কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা শিল্পী ঐক্যজোটে যুক্ত হয়ে জি.এম সৈকত স্যারের মাধ্যমে টিভি মিডিয়াতে কাজ করার সুযোগ পেয়েছি। এজন্য শিল্পী ঐক্যজোটের সভাপতি জনপ্রিয় অভিনেতা ডি.এ তায়েব স্যার ও জি.এম সৈকত স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অধরা ও নিলয় আহম্মেদ লেডী গোয়েন্দাতে অভিনয় করায় শিল্পী ঐক্যজোটের সাতক্ষীরা জেলা কমিটি ও দেবহাটার শাখার সকল সদস্যবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

 

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।