তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (আইসিটি) মামলা গ্রহণের আগে পুলিশ সদর দফতরের পরামর্শ নিতে হবে বলে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
বুধবার পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত এক বৈঠকে আইজিপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বার্তা দেন। সেইসঙ্গে এ বার্তা দেশের সব থানায় পৌঁছে দেয়ারও নির্দেশনা দেন।
এ বিষয়ে বুধবার সন্ধ্যায় সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান বলেন, বৈঠকে দেশে আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় মামলা দায়ের নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসময় আইজিপি ৫৭ ধারায় মামলা গ্রহণের আগে পুলিশ সদর দফতরের আইন শাখার পরামর্শ নেয়ার কথা বলেছেন।