তালা উপজেলা বিএনপির সাংগঠনিকের মৃত্যুতে হাজারো মানুষের ঢল

আব্দুল মতিন =
শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সাবেক ছাত্রদলের সভাপতি তালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মোড়ল। বৃহঃবার জোহর নামাযের পর মরহুমের প্রথম নামাযের জানাযা অনুষ্ঠিত হয় পাটকেলঘাটা সিদ্দিকীয়া ক্কওমিয়া মাদরাসা মাঠ চত্বরে। এ নামাযে দলমত নির্বিশেষে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সরুলিয়া ইউনিয়নবাসী অংশ গ্রহণ করেন। জানাযার নামাযে ইমামতি করেন আলহাজ্ব মাওঃ মনিরুল হক। জানাযার নামায পূর্বক আলোচনায় এসময় মোবাইলের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন খালেদার উদ্বৃতি দিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির সাধারন সম্পাদক তারিকুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. ইফতেখার আলী, যুগ্ন সাধারণ সম্পাদক সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহম্মেদ চিশতি, মাসুম বিল্লাহ শাহিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাঃ মোশাররফ হোসেন প্রমুখ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা তাতীজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম বাবু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রিপন, জেলা ছাত্রদলের সভাপতি এইচ আর মুকুল, সম্পাদক আহাদুজ্জামান আজেদ , বিএনপি নেতা হাসান হোসেন বাবু, যুবদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক স.ম ইয়াছিন উল্লাহ, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক এস.এম মফিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সাইদ, সাধারণ সম্পাদক আনিচুজ্জামান আনিচ, তালা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খান নাজমুল হুসাইন, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান প্রমুখ। জানাযার নামায পূর্বক আলোচনা পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মির্জা আতিয়ার রহমান। এছাড়া বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।  মরহুমের দ্বিতীয় নামাযের জানাযা তার গ্রামের তৈলকুপি প্রাথমিক বিদ্যালয় মাঠ অনুষ্ঠান শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। প্রসঙ্গত সাবেক এই ছাত্রনেতা বারবার কারাবরণকারী নির্যাতিত সফল ব্যক্তিত্ব সরুলিয়ার তৈলকুপি গ্রামের আবু বক্কর মোড়লের পুত্র উপজেলা বিএনপির সাংগঠন্কি সম্পাদক বদরুজ্জামান মোড়ল (৪৫) বৃহঃবার দিনগত রাত তিন টার দিকে পাটকেলঘাটাস্থ নিজ বাসায় স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন।

Check Also

সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন  

সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।