নাজমুল আলম মুন্না, সাতক্ষীরা। জেলা জজ কোর্টের নোটারী পাবলীক আইনজীবি এড. এটিএম আলী আকবর এবং এড. আশরাফুল আলম সিদ্দিকি (মনা) কর্তৃক গত ২৩/০৭/২০১৭ ইং দুই নাবালক-নাবালিকার নোটারী পাবলিকের ক্ষমতা বলে আইনগত নিশিদ্ধ বাল্যবিবাহ সম্পাদনের অভিযোগ পাওয়া গেছে। বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়, সাতক্ষীরার ১৫০ পঞ্চাশ টাকার স্টাম্পে বিবাহের এফিডেভিট কপির মাধ্যমে জানা যায় যে, গত ইং ২৩/০৭/২০১৭ ইং পৌরসভার মধুমল্লারডাঙ্গীর মোঃ মোফাজ্জেল গাজীর পালক পুত্র মোঃ আব্দুল্লাহ বয়সপ্রাপ্ত না হওয়া সত্তেও তাকে ২২ বছর বয়স দেখিয়েছে এবং শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের রফিকুল গাজীর মেয়ে বংশীপুর বালিকা বিদ্যালয়ের ৮ম শেন্রীর ছাত্রী মাইমুনা (১৪) কে সাবালক সাজিয়ে ১৯ বছর বয়স দেখিয়েছে । পারিবারিক ও নোটারী পাবলিক সম্পাদিত এই বাল্যবিবাহে সরাসরি জড়িত ছিলেন মেয়ের বাবা-মা, মামা,ছেলের মা, বাবা, খালা মুহুরী আব্দুল হামিদ এবং এড.দূর্গপদসহ আরও অনেকে। উপরোক্ত ঘটনার পরিপেক্ষিতে অদ্য সাতক্ষীরা জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির মাহফূজা সুলতানা রুবি, এড. সরদার সাইদ, এড. সেলিনা আক্তার শেলি, শরিফুল ইসলাম, হাবিবুল হাসান, সাংবাদিক শহিদুল ইসলামসহ অনেকের হস্তক্ষেপে প্রথম দফায় ঘঠনাস্থলে পৌছালে এই ঘঠনার রহস্য উদঘাটন হয়। দ্বিতীয় দফায় জেলা পরিষদ সদস্য এড. শাহনওয়াজ পারভীন মিলি,সাংবাদিক নাজমুল আলম মুন্না,মানবাধিকার কর্মী সাকিবুর রহমানসহ অনেকে পুলিশ ফোর্সসহ ঘটনা স্থলে পৌছালে ইতোমধ্যে শিশূ বর-বধূ পালিয়ে যায়। পরবতীতে জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …