সুযোগ পেলেই সরকার থেকে জাতীয় পার্টি বেরিয়ে আসবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বনানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এরশাদ বলেন, বিরোধীদল হয়েও সরকারে থাকা লজ্জাজনক। আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। সুযোগ পেলেই জাতীয় পার্টি সরকার থেকে বেরিয়ে আসবে।
তিনি বলেন, দেশে সুশাসন নেই। তবে, সরকারের পত্যাগ চায় না জাতীয় পার্টি।
Check Also
অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল
র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …