দূর্গাপুরে বিএনপির সদস্য সংগ্রহে আ’লীগের বাধা, সংঘর্ষে আহত ৬

নেত্রকোনার দূর্গাপুর উপজেলায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে আওয়ামী লীগের বাধা প্রদানের ঘটনায় সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন। এর মধ্যে চারজন বিএনপি ও দুইজন আওয়ামী লীগ সমর্থক রয়েছেন।durgapur_54200_1501838006

শুক্রবার দুপুরে এ ঘটনায় পুলিশ উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়াসহ দুই যুবদল কর্মীকে আটক করেছে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, পৌরসভার কাচারি মোড়ে বিএনপির দেশব্যাপী সদস্য সংগ্রহ অভিযানের অংশ হিসেবে কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইমাম হাসান আবু চান, পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান রনু, উপজেলা যুবদল সভাপতি নিশার ভুঁইয়াসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

তবে দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক সাজ্জাদুর রহমান সাজ্জাদের নেতৃত্বে নেতাকর্মীরা কর্মসূচিতে বাধা প্রদানের চেষ্টা করেন। এ নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

এতে উভয়পক্ষের ছয়জন সমর্থক আহত হন।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ উপজেলা বিএনপির সভাপতিসহ দুই যুবদল কর্মীকে গ্রেফতার করেন।

দূর্গাপুর থানার ওসি খান হুমায়ুন কবির যুগান্তরকে জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পরে আপ্রাণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।