ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দেশটির পুলিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম হেরারর্টজ জানিয়েছে- দুটি মামলায় তদন্ত করে ইসরাইলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে সন্দেহ ঘণীভূত হয়েছে। খবর মিডলইস্ট মনিটরের।
তবে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এসব অভিযোগ অস্বীকার করে এক বিবৃতি দিয়েছে।
এতে দাবি করা হয়, ‘আমরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠা ভিত্তিহীন সব অভিযোগকে সরাসরি নাকচ করছি। সরকার পরিবর্তনে বিরোধীদের প্রচারণার অংশ হিসেবে অভিযোগ উঠেছে। তবে এটা ব্যর্থ হবে। কারণ এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। কারণ এসব অভিযোগের ঘটনাই নেই।’
পুলিশ এ দুই মামলা সম্পর্কে জানায়, একটিতে হলিউড প্রযোজক আর্নন মিলচেনকে নেতানিয়াহু এবং তার স্ত্রীর জন্য বিলাসবহুল আইটেম ক্রয়ের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অপরটিতে নেতানিয়াহুর বিরুদ্ধে জনপ্রিয় দৈনিক ইয়েদীথ অহেনোথের প্রকাশকের সঙ্গে একটি চুক্তি প্রণয়নের চেষ্টার অভিযোগ রয়েছে।