বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, গত শুক্রবার অর্থমন্ত্রী বলেছিলেন, যতবার সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল হবে, ততবারই আবার তারা সেই বিল বা আইন পাস করবেন। অর্থাৎ সংবিধানকে সংশোধন করবেন। এটা ভয়ংকর কথা। এর পরিণতি ভালো হবে না। এ বক্তব্য প্রমাণ করে সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না। সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ আদালত বা বিচার বিভাগের প্রতি তাদের কোনো আস্থা নাই। শনিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরামের উদ্যোগে ‘নিরপেক্ষ, অংশগ্রহনমূলক নির্বাচন: প্রয়োজন রাজনৈতিক ঐক্য’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এসময় মওদুদ আহমেদ আরো বলেন, সরকার যদি আরেকবার সংশোধন করতে চান তাহলে তারা ভুল করবেন। তাতে এ সরকারের পতন আরও দ্রুত গতিতে হবে। কারণ, যারাই বিচার বিভাগের ওপর হাত দিয়েছে সেই হাত পুড়ে গেছে। সরকার পরিবর্তন হতে পারে, পার্লামেন্টের নতুন নির্বাচন হতে পারে কিন্তু বিচার বিভাগের অস্তিত্ব, ইজ্জত-সম্মান সব সময় থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। নাগিরক ফোরামের সভাপতি আবদুল্লাহিল মাসুদের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম হাসান তালুকদার প্রমূখ।
Check Also
সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) …